ভ্যাট আদায়ে ইলেক্ট্রনিক ফিসক্যাল ডিভাইস’র ব্যবহার বাড়াতে চায় সরকার

|

ভ্যাট আদায়ের চলমান প্রক্রিয়া স্বচ্ছ নয়। তাই ইলেক্ট্রনিক ফিসক্যাল ডিভাইস বা ইএফডি’র ব্যবহার বাড়াতে চায় সরকার। একইসাথে কর আদায়ে যুক্ত হবে নতুন আরো প্রযুক্তি।

আজ শুক্রবার ইএফডি লটারির ড্র অনুষ্ঠানে এ কথা বলেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। মূলত ইএফডি আছে এমন দোকান থেকে যারা কেনাকাটা করেছেন, তাদের লটারির মাধ্যমে পুরস্কৃত করেছে রাজস্ব বোর্ড।

সকালে এনবিআর কার্যালয়ে অনুষ্ঠিত হয় ড্রয়ের প্রথম পর্ব। প্রথম পুরষ্কার বিজয়ী পান এক লাখ টাকা। ৫০ হাজার টাকা পান দ্বিতীয় জন। প্রতি মাসের প্রথম সপ্তাহে ইএফডি লটারির ড্র অনুষ্ঠিত হবে।

এনবিআর চেয়ারম্যান বলেন, জুনের মধ্যে সারাদেশে ১০ হাজার ইএফডি বা এসডিসি স্হাপনের পরিকল্পনা রয়েছে। এর আওতায় আসবে দেশের সব খুচরা ব্যবসায়ী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply