দর্শকশূন্য মাঠেই বিশেষ ব্যক্তি হিসেবে তিন জন ঢুকে দেখছিলেন বাংলাদেশ-উইন্ডিজ টেস্ট ম্যাচ। তবে গোপন তথ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানতে পারে, ভারতীয় তিন নাগরিক আন্তর্জাতিক জুয়াড়ি চক্রের সদস্য। অভিযোগ রয়েছে মাঠে বসেই তারা জুয়া খেলছিলেন। আটকের পর তাদের নেয়া হয়েছে বন্দরনগরীর পাহাড়তলী থানায়।
করোনার কারণে স্টেডিয়ামে বিশেষ ব্যক্তিরা পান মাঠে ঢুকে খেলা দেখার সুযোগ। সে সুযোগই নেয় ভারতীয় তিন নাগরিক সুনিল কুমার, চেতন শর্মা এবং সানী ম্যাগী।
পাহাড়তলী থানার ওসি হাসান ইমাম জানান, এই তিন জন উইন্ডিজ সিরিজকে সামনে রেখে বাংলাদেশে আসেন। বিশেষ টিকেট জোগাড় করে ঢোকেন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সেখানে বসেই মোবাইল অ্যাপসের মাধ্যমে অংশ নেয় জুয়ায়। তবে শেষ রক্ষা হয়নি। ধরা পড়েন গোয়েন্দাদের জালে।
তিনি আরও জানান, তাদের কাছ থেকে টিকিট ও ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ। এ চক্রের সাথে দেশি বিদেশি আরও কেউ জড়িত থাকতে পারে বলে ধারণা পুলিশের। পাসপোর্ট জব্দের পর আটক তিন বিদেশি নাগরিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।
Leave a reply