পুলিশের গুলিতে বেসামরিক নাগরিক নিহতের ঘটনায় উত্তাল চিলি

|

পুলিশের গুলিতে বেসামরিক নাগরিক নিহতের ঘটনায় উত্তাল চিলি

পুলিশের গুলিতে বেসামরিক নাগরিক নিহতের ঘটনায় উত্তাল চিলির দক্ষিণাঞ্চল। রোববার এ ইস্যুতে জরুরি বৈঠক ডেকেছে সরকার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল। যাতে দেখা যায়, পুলিশ সদস্যরা এক ‘স্ট্রিট জাগলার’কে ঘেরাও করার পর বেশ কয়েকবার গুলি ছোঁড়েন। রাস্তাতেই মৃত্যুবরণ করেন ঐ পথনাট্য শিল্পি।

পুলিশের সাফাই সন্দেহ হওয়ায় ব্যক্তিটির তল্লাশি চালাতে চান তারা। কিন্তু অসহযোগিতার কারণেই গুলি ছুঁড়তে বাধ্য হন।

এদিকে পুলিশি নির্যাতনের প্রতিবাদে স্থানীয় পৌরসভা ভবনে অগ্নিসংযোগ করেন বিক্ষোভকারীরা। চালান পুলিশের ভ্যান এবং স্টেশনে ভাঙচুর। অবিলম্বে, হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার এবং অপরাধীদের উপযুক্ত শাস্তি প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply