ভ্যাকসিন নিয়ে যারা বিরোধিতা করছে তারা পলাতক, ব্যর্থ ও অশুভ চিন্তার ষড়যন্ত্রকারী

|

করোনা ভ্যাকসিন নিয়ে যারা বিরোধিতা করছেন তারা পলাতক, ব্যর্থ ও অশুভ চিন্তার ষড়যন্ত্রকারী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী।

রোববার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে কৃষক লীগের শোভাযাত্রায় এ মন্তব্য করেন তিনি। বলেন, দেশে একটি পক্ষ আছে যারা নিজেরা কিছু করতে পারবে না, অন্যের শুভকাজে বাধা দেবে। ভ্যাকসিন নিয়েও তাই করছে।

অতিমারির সময় নেতিবাচক প্রোপাগান্ডার মাঝে কর্মপ্রবাহ স্বাভাবিক ছিল। বাংলার মানুষের আর্থসামাজিক জীবন স্বাভাবিক রেখেছেন। শিক্ষার্থীদের লেখাপড়া অনলাইনে চলছে। এটা শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বলে মন্তব্য করেন মতিয়া চৌধুরী।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply