যাচাই-বাছাই স্থগিত করায় বগুড়ায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

|

বগুড়া ব্যুরো:

মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম স্থগিত করায় বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন মুক্তিযোদ্ধারা। রোববার দুপুরে শহরের সাতমাথা বীরশ্রেষ্ঠ স্কয়ার এলাকায় সদর উপজেলার মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা এই কর্মসূচি পালন করেন।

মানববন্ধন চলাকালে আয়োজিত সমাবেশ থেকে মুক্তিযোদ্ধা অভিযোগ করেন, শনিবার সদর উপজেলা পরিষদে গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের পূর্বনির্ধারিত সভা চলছিলো। এসময় অ্যাডভোকেট রেজাউল করিম মন্টু, আনিসুজ্জামান মিন্টু এবং ইকবাল হোসেন রতনসহ বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা সেখানে গিয়ে ওই সভা ভণ্ডুল করার চেষ্টা করেন।

তাদের হট্টগোলে যাচাই-বাছাই স্থগিত করে ওই সভা বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন। মুক্তিযোদ্ধাদের অভিযোগ, ব্যক্তিগত স্বার্থরক্ষার জন্যই কয়েকজন মুক্তিযোদ্ধা বারবার এই বাছাই প্রক্রিয়া বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালাচ্ছেন। তারা অবিলম্বে গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই কার্যক্রম শুরুর দাবিও জানান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply