করোনা শনাক্তকরণ ও টিকাবিরোধী প্রচারণা দমনে কঠোর হলো ফেসবুক

|

করোনা শনাক্তকরণ ও টিকাবিরোধী প্রচারণা দমনে কঠোর হলো ফেসবুক। বরং এ বিষয়ে সঠিক তথ্য প্রচারের জন্য বিভিন্ন স্বাস্থ্যসেবা ও বেসরকারি সাহায্য সংস্থাকে ১২ কোটি ডলার অনুদান দেবে প্রতিষ্ঠানটি।

সোমবার ফেসবুক কর্তৃপক্ষ জানায়, কোভিড নাইনটিন ইস্যুতে ক্ষতিকর তথ্যগুলো শনাক্তে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ নেয়া হচ্ছে। একই পদক্ষেপ নিচ্ছে ফেসবুক মালিকানাধীন সামাজিক মাধ্যম- ইনস্টাগ্রামও। টিকাগ্রহণে অনুৎসাহিত করা অ্যাকাউন্টগুলো স্থায়ীভাবে মুছে দেয়ারও ব্যবস্থা নেয়া হচ্ছে।

গেলো সপ্তাহে ব্যুরো অব ইনভেস্টিগেটিভ জার্নালিজম জানায়, টিকাবিরোধী অপপ্রচার থেকে বিপুল অর্থ আয় করছে ফেসবুক। সাড়ে ৪ কোটি মানুষ অনুসরণ করেন- এমন ৪৩০টি পেজে চলছে এ ধরনের অপপ্রচার। জার্মান, হিব্রু, পোলিশ ও স্প্যানিশসহ সাত ভাষায় সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছানো হচ্ছে ভুল তথ্য।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply