নেতানিয়াহুর দুর্নীতি মামলার বিচার শুরু

|

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দুর্নীতি মামলার বিচার শুরু হয়েছে। সোমবার জেরুজালেমে ডিস্ট্রিক আদালতের শুনানিতে হাজিরা দেন তিনি।

তিনি জানান, মামলায় তার বিরুদ্ধে আনা অভিযোগের ওপর লিখিত বক্তব্য দিয়েছেন। এ সময় আদালতের কাছে সব অভিযোগ অস্বীকার করার কথা জানান নেতানিয়াহু। তার বিরুদ্ধে বেআইনিভাবে দামি উপহার গ্রহণ এবং ইতিবাচক মিডিয়া কাভারেজ পেতে অবৈধ বাণিজ্যিক সুবিধা দেয়ার অভিযোগে মামলা চলছে।

গেলো বছর তিনটি আলাদা মামলায় জালিয়াতি, বিশ্বাসভঙ্গ ও ঘুষ গ্রহণের অভিযোগ গঠন করা হয়। এদিকে, নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে অব্যাহত আছে বিক্ষোভ-আন্দোলন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply