এবার পোষা বিড়াল-কুকুরের করোনা টেস্ট

|

এবার পোষা বিড়াল-কুকুরের করোনা টেস্ট

পোষা কুকুর-বিড়ালের জন্য কোভিড শনাক্তকরণ পরীক্ষার ব্যবস্থা করলো দক্ষিণ কোরিয়া। ছোঁয়াচে ভাইরাসটিতে একটি বিড়ালের আক্রান্ত হওয়ার খবর প্রকাশের কয়েক সপ্তাহ পরই এ ব্যবস্থা নিলো সিউল কর্তৃপক্ষ।

নির্দেশনায় বলা হয়, করোনা আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে যাওয়া কোনো কুকুর-বিড়ালের জ্বর বা শ্বাসকষ্টের উপসর্গ দেখা দিলেই কেবল পরীক্ষা করা হবে তাদের। টেস্ট পজেটিভ হলে রাখতে হবে কোয়ারেন্টাইনে।

নিজ নিজ পোষা প্রাণিকে অন্য মানুষ বা পথচলতি অন্যান্য প্রাণি থেকে অন্তত দু’মিটার দূরে রাখতে হবে। কুকুর বা বিড়ালের মাধ্যমে মানবদেহে করোনা ছড়ানোর প্রমাণ নেই। তবে মানুষ থেকে পোষা বিড়াল এবং বিড়াল থেকে বিড়ালে ভাইরাসটি ছড়ানোর নজির রয়েছে।

বিশ্বের অনেক দেশেই কুকুর-বিড়াল থেকে শুরু করে চিড়িয়াখানায় বাঘ-সিংহ-গরিলার দেহেও করোনার উপস্থিতি শনাক্ত হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply