নির্দিষ্ট এজেন্ডা নিয়ে রিপোর্টিং এর অভিযোগে চীনে নিষিদ্ধ হলো বিবিসি

|

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র সম্প্রচার নিষিদ্ধ ঘোষণা করলো চীন। স্থানীয় সময় শুক্রবার ভোরে তথ্যটি নিশ্চিত করে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম- সিজিটিএন।

জানায়, ১২ ফেব্রুয়ারি ভোরে চীনে বিবিসি ওয়ার্ল্ড নিউজের সম্প্রচার নিষিদ্ধ করা হয়েছে। এক বছরের জন্য বাতিল করা হয়েছে প্রতিষ্ঠানটির লাইসেন্সও।

বিবিসিকে পক্ষপাতদুষ্ট আখ্যায়িত করে চীনা কর্তৃপক্ষের অভিযোগ, নির্দিষ্ট এজেন্ডা নিয়ে রিপোর্টিং করায় বিশ্বাসযোগ্যতা হারিয়েছে সংবামাধ্যমটি। তাদের বিরুদ্ধে করোনা মহামারি মোকাবেলায় সরকারের ব্যর্থতা এবং উইঘুর মুসলিমদের গণহত্যা নিয়ে মিথ্য তথ্য প্রচারের অভিযোগ করা হয়েছে। যুক্তরাজ্যে সিজিটিএন’র সম্প্রচার লাইসেন্স বাতিলের এক সপ্তাহের মাথায় এলো ঘোষণাটি। ব্রিটিশ কর্তৃপক্ষের অভিযোগ ছিলো- পুরোপুরিভাবে চীনা কমিউনিস্ট পার্টির মাধ্যমে নিয়ন্ত্রিত ঐ গণমাধ্যমটি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply