যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে বরাদ্দ তহবিল বাতিল করলেন বাইডেন

|

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে তহবিল বরাদ্দ বাতিল করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এজন্য সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারিকৃত জাতীয় জরুরি আদেশ বাতিলও করেন তিনি।

বৃহস্পতিবার কংগ্রেসকে লেখা এক চিঠিতে বাইডেন বলেন, এ আদেশ ছিল সম্পূর্ণ অযৌক্তিক। সাধারণ মার্কিনীদের কষ্টার্জিত অর্থ ও করের একটি পয়সাও আর দক্ষিণ সীমান্তে দেয়াল নির্মাণের পেছনে ব্যয় হবে না। ২০১৯ সালে এ আদেশ জারি করেছিলেন ট্রাম্প।

এর ফলে কংগ্রেসের সিদ্ধান্ত উপেক্ষা করে দেয়াল নির্মাণে অর্থায়ন হচ্ছিল সামরিক তহবিল থেকে। ট্রাম্প প্রশাসনের মেয়াদ শেষ হতে হতে এ প্রকল্পে ব্যয় হয়েছে আড়াই হাজার কোটি ডলার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply