মতিঝিলের এজিবি কলোনি থেকে যুবকের লাশ উদ্ধার

|

রাজধানীর মতিঝিল এজিবি কলোনির থেকে মোরসালিন নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মোরসালিন জাতীয় গোয়েন্দা সংস্থা- এনএসআই’র মাস্টার রোলে গাড়ি চালক হিসেবে চাকরি করতো।

শুক্রবার রাতে বাসার নিচ তলা থেকে মৃতদেহটি উদ্ধার করে মতিঝিল থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

পুলিশ জানায়, সুরতহালে শরীরে কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে গলায় অর্ধচন্দ্রাকৃতির কালো দাগ রয়েছে।

স্ত্রী ও শ্বশুর বাড়ির আত্মীয়ের দাবি, সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে মোরসালিনের পরিবার বলছে হত্যা করা হয়েছে তাকে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply