উইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ২৯৬ রানে অল আউট হয়েছে বাংলাদেশ। ফলে ১১৩ রানের লিড নিয়েছে উইন্ডিজ। প্রথম ইনিংসে উইন্ডিজের দেওয়া ৪০৯ রানের জবাবে আগের দিনে ৪ উইকেটে ১০৫ রান নিয়ে ব্যাট করতে নেমে স্কোর বোর্ডে ৩৭ রান যোগ করতেই উইকেট দিয়ে আসেন মোহাম্মাদ মিথুন। ব্যক্তিগত মাত্র ১৫ রান করেই কর্নওয়ালের বলে মাঠ ছাড়েন তিনি। তবে হাল ধরে রেখেছিলেন মুশফিক।
আগের দিন ব্যক্তিগত ২৭ রান নিয়ে ব্যাট করতে নেমে লাঞ্চের আগে তিনি ফেরেন ৫৪ রান করে। তিনি যে ভাবে আউট হয়েছেন সেটি একপ্রকার উইকেট উপহার দিয়ে আসাই বলা যায়। কর্নওয়ালের বলে সুইফ খেলতে গিয়ে ধরা পরেন মায়ার্সের হাতে।
তবে দলের হাল ধরেছিলেন দুই তরুন মেহেদি হাসান মিরাজ ও লিটন কুমার দাস। ব্যক্তিগত ৭১ রানে তিনি ফেরেন কর্নওয়ালের বলে। এর পরেই গ্যাবরিয়ালের বলে ড্রাইভ খেলতে গিয়ে মিরাজ আউট হন ৫৭ রানে।
তার আগে টাইগারদের বোলার নাইম হাসানকে শূন্য রানে ফেরান কর্নওয়াল। এরপর তাইজুল ইসলাম ১৩ রানে অপরাজিত থাকলেও ব্যাক্তিগত ১ রানে রাহি জোসেফের শিকার হলে ২৯৬ রানে অল আউট হয় বাংলাদেশ।
উইন্ডিজের হয়ে কর্নওয়াল নিয়েছেন ৫ উইকেট। ৩ উইকেট নিয়েছেন গ্যাবরিয়াল। আর দুই উইকেট নিয়েছেন জেসেফ।
Leave a reply