‌দৌল‌তদিয়া-পাটু‌রিয়া নৌরুটে যাত্রীবাহী লঞ্চ ও তেলবাহী ট্যাংকারের সংঘর্ষ

|

রাজবাড়ী সংবাদদাতা:

দৌলত‌দিয়া-পাটু‌রিয়া নৌরু‌টে মাঝ পদ্মায় দৌলত‌দিয়াগামী এম‌ভি ফ্লাই‌য়িং বার্ড-২ নামের এক‌টি যাত্রীবাহী লঞ্চ ও ও‌টসাংহাই-৪ নামের তেলবাহী ট্যাংকারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শনিবার দুপুর ১২টার দি‌কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় যাত্রীবাহী লঞ্চের ক্ষতি হলেও কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

দৌলতদিয়া লঞ্চ ঘাট ম্যানেজার মো. নুরুল আনোয়ার মিলন জানান, পাটুরিয়া থেকে প্রায় দেড় শতাধিক যাত্রী নিয়ে দৌলত‌দিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে যাওয়া এম‌ভি ফ্লাই‌য়িং বার্ড-২ লঞ্চটি পদ্মা নদীর মাঝামাঝি অংশ পার হয়ে গেলে ও‌টসাংহাই-৪ নামের একটি তেলবাহী ট্যাংকের সাথে সরাসরি আঘাত লাগে।

এসময় লঞ্চে থাকা কিছু যাত্রী নদীতে পড়ে যায়। পড়ে ওইসব যাত্রীরা ফেরি ও অন্য লঞ্চে উঠে দৌলতদিয়া প্রান্তে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত কোন যাত্রী নিখোঁজের খবর পাওয়া যায়নি। তবে লঞ্চের অনেক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply