বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে আরও সাড়ে ছয় হাজার মানুষের। মোট প্রাণহানি ২৪ লাখ ১০ হাজার ছাড়িয়েছে। রোববার দৈনিক মৃত্যুর শীর্ষে ছিল মেক্সিকো। দেশটিতে ২৪ ঘণ্টায় ১২শ’র বেশি মানুষের প্রাণ গেছে কোভিড নাইনটিনে।
করোনা সংক্রমণে যুক্তরাষ্ট্রে মারা গেছে এক হাজারের বেশি মানুষ। সাড়ে ৬শ’র মতো মৃত্যু হয়েছে ব্রাজিলে। সাড়ে ৪শ’র কাছাকাছি মৃত্যুর পর রাশিয়ার মোট প্রাণহানি ৮০ হাজার ছাড়িয়েছে।
বিশ্বে গত একদিনে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২ লাখ ৮১ হাজারের বেশি মানুষের। মোট আক্রান্ত ১০ কোটি ৯৩ লাখ ৭২ হাজারের ওপর।
গতকাল বিশ্বজুড়ে করোনায় প্রাণহানি ছাড়ায় ২৪ লাখ। একদিনে আরও ৯ হাজার ৬শ’র বেশি মৃত্যু হয়। এই একদিনে যুক্তরাষ্ট্রে ২ হাজারের কাছাকাছি মৃত্যু হয়। ৪ লাখ ৯৬ হাজারের কাছাকাছি দেশটির মোট প্রাণহানি। শনিবার ১৩শ’র বেশি মৃত্যু হয়েছে মেক্সিকোয়।
Leave a reply