পি কে হালদার কাণ্ডে জড়িত বাংলাদেশ ব্যাংকের দায়িত্বে থাকা ৩৯৪ কর্মকর্তার তালিকা হাইকোর্টে জমা দিয়েছে রাষ্ট্রপক্ষ। ২০০৮ থেকে ২০২০ সালে বিভিন্ন অর্থপাচারের সময়ে বাংলাদেশ ব্যাংকের দায়িত্বে থাকা ৩৯৪ কর্মকর্তাদের তালিকা হাইকোর্টে জমা দিয়েছে রাষ্ট্রপক্ষ।
সোমবার সকালে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহিউদ্দিন শামীমের হাইকোর্টের দ্বৈত বেঞ্চে এ তালিকা জমা দেয়া হয়।
৩৯৪ জন কর্মকর্তা হলেন, ডিপার্টমেন্ট অফ ফিন্যানশিয়াল ইন্সটিটিউট অ্যান্ড মার্কেট বিভাগের ১৪৭, ফিন্যানশিয়াল ইন্সটিটিউশন ইন্সপেকশন ডিপার্টমেন্টের ৫৭ এবং ইন্টারনাল অডিট ডিপার্টমেন্টের ১৪০ জনের তালিকা জমা দিয়েছেন ব্যাংকটি। তারা সবাই ব্যাংকের সাবেক ও বর্তমান কর্মকর্তা।
এর আগে গত ২১ জানুয়ারি ২০০৮ থেকে ২০২০ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকে কর্মরত কর্মকর্তাদের তালিকাসহ তথ্য চান হাইকোর্ট।
Leave a reply