নিউজিল্যান্ডেও শনাক্ত হলো নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস। জিনোম সিকোয়েন্সের ফলাফলের পর সোমবার তথ্যটি নিশ্চিত করেন প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন।
অকল্যান্ডে ছড়ানো ভাইরাসের সাথে মিল রয়েছে যুক্তরাজ্যের B117 প্রজাতির ভাইরাসটির। দ্রুত বিস্তাররোধে চলছে আক্রান্তদের শনাক্তের নানামুখী চেষ্টা। সম্প্রতি যুক্তরাজ্য সফর করা কারও মাধ্যমে ছড়িয়েছে কিনা তা অনিশ্চিত।
এদিকে রোববার থেকেই লেভেল থ্রি লকডাউন চলছে অকল্যান্ডে। এছাড়া অন্যান্য শহরে রয়েছে ‘লেভেল টু’ কড়াকড়ি। নিউজিল্যান্ডে মোট ২ হাজার ৩৩৬ জনের শরীরে মিলেছে কোভিড-১৯। মৃত্যুবরণ করেছেন ২৫ জন।
Leave a reply