জনগণের জন্য কী করেছি, তা হিসাবের সময় এখন: রাষ্ট্রপতি

|

জনগণের জন্য কী করেছি, তা হিসাবের সময় এখন: রাষ্ট্রপতি

এখন রাজনৈতিক নেতারা নিজেদের স্বার্থের কথা আগে ভাবেন; জনগণের জন্য নেতারা কী করেছে, তার হিসাব করার সময় এখন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সোমবার দুপুরে বিমান বাহিনীর বরিশাল রাডার ইউনিট এবং হেলিকপ্টার সিমুলেটর ট্রেনিং ইনস্টিটিউটের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন রাষ্ট্রপ্রধান।

রাষ্ট্রপতি বলেন, সশস্ত্র বাহিনীর সদস্যরা জনগণের অবিচ্ছেদ্য অংশ। তাই পেশাদারিত্বের সাথে জনগণের প্রয়োজনে কাজ করতে হবে।

আবদুল হামিদ বলেন, বরিশালে রাডার ইউনিট সমগ্র মহীসোপান এলাকায় টহলরত বিমানসমূহকে সঠিক দিক-নির্দেশনা ও নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করবে।

এছাড়া নবনির্মিত হেলিকপ্টার সিমুলেটর ট্রেনিং ইনস্টিটিউটের মাধ্যমে পাইলটগণদের কার্যকর ও বাস্তবমুখী প্রশিক্ষণ প্রদান সহজ হবে। কমবে প্রশিক্ষণ ব্যয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply