ইরাকের ইরবিল আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেছে অন্তত একজনের। সোমবারের হামলায় এক মার্কিন সেনাসহ ৬ জন গুরুতর আহত।
কুর্দি নিয়ন্ত্রিত অঞ্চলটির প্রশাসন বলছে, রাত সাড়ে ৯টা নাগাদ বিমানবন্দর লক্ষ্য করে তিনটি রকেট ছোঁড়া হয়। যাতে, ঘটনাস্থলেই প্রাণ হারান এক কনট্রাকটর। হামলার সময়, বেশ কয়েকদফা বিস্ফোরণের শব্দও পাওয়া গেছে।
এখনো স্পষ্ট নয়- হামলার মূল টার্গেট কি বিমানবন্দর নাকি নিকটবর্তী মার্কিন সেনাঘাঁটি ছিলো। নিরাপত্তা ও তদন্তের স্বার্থে বন্ধ বিমানবন্দরের কার্যক্রম স্থগিত ও বন্ধ করা হয়েছে সকল ফ্লাইট চলাচল।
এ ঘটনায় এখনো কেউ হামলার দায় স্বীকার করেনি। তবে, আইএস মতাদর্শধারী সশস্ত্র সংগঠনকে এরজন্য দায়ী করছে প্রশাসন।
Leave a reply