মেসে ঢুকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বেধড়ক মারধর, আহত ১৩

|

মেসে ঢুকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বেধড়ক মারধর করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত ১৩ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল রাত ২টার দিকে নগরীর রুপাতলী হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার প্রতিবাদে রাতে বিশ্ববিদ্যালয়ের সামনে ঘণ্টাখানেক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, গতকাল বরিশাল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের দুই শিক্ষার্থী সজল ও ফারজানা রূপাতলী বাসস্ট্যান্ডে বিআরটিসির কাউন্টারে যান। সেখানে কাউন্টার কর্মচারী রফিকের সাথে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে রফিক সজলকে ছুরিকাঘাত করে। লাঞ্ছিত করা হয় ফারজানাকেও।

এ খবর শুনে রূপাতলী এলাকায় সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। পরে অভিযুক্ত বাস কাউন্টার কর্মচারীকে আটক করে পুলিশ। এ ঘটনার জেরে শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তারা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply