ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ঘরোয়া লিগ আয়োজনের জন্য নিতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এই বিষয় নিয়ে সরাসরি বিসিবির প্রসেডেন্টের সাথে কথা বলেছেন ফুটবল ফেডারেশনের সভাপতি। এমন খবরই দিয়েছেন বাফুফের সাধারন সম্পাদক আবু নাইম সোহাগ।
ফুটবল বিকেন্দ্রীকরণের জন্য বেশ কিছু দিন ধরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের বাইরে অন্যান্য ভেন্যুতে ফুটবল খেলা চালিয়ে যাচ্ছে বাফুফে। তবে করোনার কারণে ঢাকা ও এর আশেপাশের ভেন্যু গুলোতে খেলার পরিকল্পনা করে দেশের ফুটবলের নিয়ন্তা সংস্থা। তারই প্রেক্ষিতে মুন্সিগঞ্জ, টঙ্গীর পর এবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ফুটবল ম্যাচ আয়োজন করতে চায় বাফুফে।
Leave a reply