আল জাজিরার প্রতিবেদন অনলাইন প্লাটফর্ম থেকে সরিয়ে নিতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আল জাজিরার প্রতিবেদন সামাজিক মাধ্যম থেকে সরানো সংক্রান্ত রিট শুনানি শেষে এই আদেশ দিলেন আদালত। বিচারপতি মো. মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত বেঞ্চে এই শুনানি অনুষ্ঠিত হয়।
এরআগে রিটটির বিষয়ে হাইকোর্ট ৬ অ্যামিকাস কিউরির বক্তব্য শুনেন।
আইনজীবীরা জানান, আল জাজিরা তাদের ঘণ্টাব্যাপী প্রতিবেদনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উল্লেখ করলেও তাদের অভিযোগগুলোর সাথে প্রধানমন্ত্রী কোন যোগসূত্র দেখাতে পারেননি। এছাড়া জ্যেষ্ঠ আইনজীবী কামাল উল আলমসহ এ জে মোহাম্মদ আলী, ফিদা এম কামাল, প্রবীর নিয়োগী, আবদুল মতিন খসরু ও শাহদীন মালিক আদালতে অ্যামিকাস কিউরি হিসেবে বক্তব্য তুলেন ধরেন।
আজ আদালত অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিনের বক্তব্য শুনে অনলাইন প্লাটফর্ম থেকে প্রতিবেদনটি সরিয়ে নেয়ার নির্দেশ দেন।
Leave a reply