নড়াইলে মানহানি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। এছাড়া, মানহানির আরেক মামলায় পরোয়ানা জারি হয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধেও।
বুধবার বিকেলে নড়াইল সদর আমলী আদালতের বিচারক আমাতুল মোর্শেদা এই আদেশ দেন। মামলায় বলা হয়, ২০১৫ সালের ২১ ডিসেম্বর রাজধানীতে এক অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিরূপ মন্তব্য করেন খালেদা জিয়া। এতে ক্ষুব্ধ হয়ে নড়াইল আমলী আদালতে এক কোটি টাকার মানহানির মামলা করেন আশিক বিল্লাহ নামে এক ব্যক্তি।
একই বছরের ২৫ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে গয়েশ্বর চন্দ্রের বিরুদ্ধে একই আদালতে আরেকটি মানহানির মামলা করেন আশিক বিল্লাহ। সেই মামলা দুটিতে সমন জারির পর আসামিরা উপস্থিত না হওয়ায় আজ গ্রেফতারি পরোয়ানা দিলেন বিচারক।
Leave a reply