মাইগ্রেশনের দাবিতে ১৩তম দিনের মতো আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে রংপুরে অনুমোদনহীন নর্দান মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। ক্যাম্পাসে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে তারা।
শিক্ষার্থীরা জানান, দাবি মেনে নেয়ার মৌখিক আশ্বাসের পর ইন্টার্নদের সুযোগ দানের সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল। কিন্তু মূল দাবি প্রায় ৩শ শিক্ষার্থীর মাইগ্রেশনের বিষয়ে এখনো চিঠি আসেনি। তাই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের।
শর্ত পূরণ না করায় ১৩-১৪ শিক্ষাবর্ষে বাতিল করা হয় কলেজটির একাডেমিক নবায়ন ও বিএমডিসির রেজিষ্ট্রেশন। এরপরই হাইকোর্টে রিট করে অনুমোদন থাকার মিথ্যা বিজ্ঞপ্তি দিয়ে গত সেশনেও শিক্ষার্থী ভর্তি করা হয়। এভাবেই কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে প্রতিষ্ঠানটি।
Leave a reply