উইঘুর মুসলিমদের সাথে মানবাধিকার লঙ্ঘনের চরম মূল্য দিতে হবে চীনকে। মঙ্গলবার এক টিভি সাক্ষাৎকারে এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
তিনি বলেন, চীনের জিনজিয়াং প্রদেশে মুসলিম সংখ্যালঘুদের সাথে যে আচরণ করা হচ্ছে তা পর্যবেক্ষণ করছে পশ্চিমা দেশগুলো।
এ সময় উইঘুর মুসলিমদের সুরক্ষায় বিশ্ব সম্প্রদায়ের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার কথাও জানান বাইডেন। বলেন, তাদের আটকে রাখা’সহ মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের ঘটনায় সারা বিশ্বে সমালোচনার মুখে প্রেসিডেন্ট শি জিন পিং।
বাইডেন বলেন, চীন বিশ্ব নেতা হওয়ার চেষ্টা করছে। কিন্তু অন্যান্য দেশের আস্থা অর্জন না করতে পারলে এবং মানবাধিকার বিরোধী কাজে যুক্ত থাকলে তা মোটেও সম্ভব নয়।
Leave a reply