ময়না ঘরে ফিরে এসেছে: সাকিবকে নিয়ে উচ্ছ্বসিত কেকেআর

|

নিষেধাজ্ঞার জন্য ২০২০ আইপিএলে ছিলেন না সাকিব আল হাসান। এবারের আইপিএলে আবারও ফিরেছেন নিজের ঘর কোলকাতা নাইড রাইডার্সে। ৩ কোটি ২০ লাখ রুপিতে সাকিবকে দলে নিয়েছে কেকেআর। সাকিবকে দলে ভেড়ানোর পর নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছে ‘স্বাগত ময়না’। কেকেআর তাদের টুইটার পেজে বাংলায় লিখেছে, ‘আমাদের ময়না ঘরে ফিরে এসেছে।’

২০০৯ প্রথমবারের মতো আইপিএলের নিলামে অংশ নিলেও সেইবার কোন দল পায়নি সাকিব। তবে ২০১১ সালে ৪ লাখ ২৫ হাজার ডলারে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। ২০১৪ সালেও ২ কোটি ৮০ লাখ রুপিতে সাকিবকে ধরে রাখে কলকাতা। তবে ২০১৮ সালে ২ কোটি রুপিতে সাকিব চলে যান সানরাইজার্স হায়দরাবাদ।

এই বছর কেকেআরএ নিজের নাম লেখালেও খেলা নিয়ে রয়েছে সঙ্কা। এর অন্যতম কারণ হলো এপ্রিলে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা বাংলাদেশের। মে মাসে শ্রীলঙ্কা ক্রিকেট দল আসতে পারে বাংলাদেশে। এ অবস্থায় সূচি চূড়ান্ত না হলেও বলা হচ্ছে এবারের আইপিএল হতে পারে এপ্রিল-মে মাসে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply