অগ্রাধিকার তালিকায় টিকা নিতে অবিশ্বাস্য কাণ্ড ঘটালেন যুক্তরাষ্ট্রের ২ নারী

|

করোনা ভ্যাকসিন পাওয়ার আশায় অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়েছেন যুক্তরাষ্ট্রের দুই নারী। প্রবীণ সেজে অগ্রাধিকার তালিকায় টিকা নিতে গিয়েছিলেন তারা। কিন্তু শেষ মুহূর্তে ধরা পড়ে যান।

বৃহস্পতিবার ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডোতে এ ঘটনা ঘটে। ফ্লোরিডায় ৬৫ বছরের বেশি বয়সীদের অগ্রাধিকার দেয়া হচ্ছে করোনা টিকার ক্ষেত্রে। কিন্তু ৩৪ ও ৪৪ বছর বয়সী দুই নারী বৃদ্ধা সেজে হাজির হন টিকাদান কেন্দ্রে। নিবন্ধন ফরমে জন্ম সালও পরিবর্তন করেন তারা। কিন্তু সাজপোশাক দেখে সন্দেহ হওয়ায় তাদের চ্যালেঞ্জ করে কর্তৃপক্ষ। তবে শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে তাদের সতর্ক করে ছেড়ে দেয়া হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, বয়স গোপন করে আগেই ওই দুই নারী টিকার প্রথম ডোজ নিয়েছেন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply