ইন্দোনেশিয়ার সৈকতে অর্ধশত তিমির মরদেহ

|

এবার ইন্দোনেশিয়ার সমুদ্র সৈকতে আটকে মৃত্যুর মুখে ঢলে পড়লো এক দল তিমি। শুক্রবার মাদুরা দ্বীপের উপকূলে উঠে আসে প্রায় অর্ধশত তিমি। এর মধ্যে মৃত্যু হয় ৪৬টির। স্থানীয়রা অনেক চেষ্টায় উদ্ধার করে সাগরে ফেরত পাঠাতে সক্ষম হয় তিনটি তিমিকে।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, সৈকতে পাইলটি তিমির দল আটকা পড়ার খবরে উদ্ধার অভিযানে নামেন বাসিন্দারা। কিছু তিমিকে সাগরে ফেরত পাঠাতে সক্ষমও হয় তারা। কিন্তু সঙ্গীদের শব্দে আবারও সেগুলো ফেরত আসে।

দ্বীপের গভর্নর জানিয়েছেন, জোয়ারের পানি নেমে গেলে মৃত তিমিগুলোকে মাটিচাপা দেয়া হবে। পাইলট তিমির দল কেনো সৈকতে উঠে আসে তা রহস্যজনক। অনেকে একে আত্মহননের সাথে তুলনা করেন।

অনেকের মতে, দলবেঁধে চলায় পথ ভুলে একসাথে সৈকতে উঠে আসে তারা। এভাবে সবচেয়ে বেশি তিমি মৃত্যুর ঘটনা ঘটে নিউজিল্যান্ডের সৈকতে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply