নিউজিল্যান্ড সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ, সেই দলের ২০ জনের মধ্যে রয়েছেন মোহাম্মদ মিথুন। নিউজিল্যান্ডে তিন ওয়ানডে আর তিন টি-টোয়েন্টি খেলবে টাইগাররা।
করোনার কারণে বেশ কিছুদিন আগেই নিউজিল্যান্ড পাড়ি জমাচ্ছে বাংলাদেশ। তাই কিছুটা স্বস্তি প্রকাশ মিথুনের। সকালে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনার টিকা নেয়ার পর গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, নিউজিল্যান্ড সফর তাদের জন্য খুব বেশি সহজ না হলেও সেখানে সিরিজ শুরুর আগে লম্বা সময় পাবেন অনুশীলন করার জন্য। চেষ্টা থাকবে নতুন করে শুরু করার।
উইন্ডিজের বিপক্ষে টেস্টে এমন হারের পর মানসিকভাবে খানিকটা বিপর্যস্ত থাকলেও টাইগাররা ঠিকই ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস করেন মিথুন। তিনি বলেন, নতুন করে শুরু করতে হবে আমাদের। আমাদের চেষ্টা থাকবে পুরোনো দিন ভুলে নতুন করে নিজেদের মেলে ধরার। নিউজিল্যান্ডে মাঠে নামার সুযোগ পেলে ব্যাট হাতে রান করতে চান টাইগারদের এই ব্যাটসম্যান।
Leave a reply