বোয়িং ৭৭৭ বিমানের সব ফ্লাইট স্থগিতের ঘোষণা যুক্তরাষ্ট্রের

|

বোয়িং ৭৭৭ বিমানের সব ফ্লাইট স্থগিতের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার রাতে এ ঘোষণা দিয়েছে ইউনাইটেড এয়ারলাইন্স।

শনিবার ডেনভারে একটি বোয়িংয়ের দুর্ঘটনার জেরে এ জরুরি সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। একই ইঞ্জিন ব্যবহারকারী মোট ২৪টি বিমান রয়েছে ইউনাইটেড এয়ারলাইন্সের বহরে। বিমানের যাবতীয় যন্ত্রাদি পরীক্ষা করা হবে বলে জানায় মার্কিন ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন।

শনিবার কলোরাডোর ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বোয়িং ৭৭৭ মডেলের একটি বিমান উড্ডয়নের পরপরই ইঞ্জিনে আগুন ধরে যায়। টের পেয়ে বিমানবন্দরে দ্রুত নিরাপদ অবতরণে সক্ষম হন পাইলট। অল্পের জন্য রক্ষা পায় প্রায় আড়াইশো আরোহী। বিমানের পুড়ে যাওয়া বেশ কিছু অংশ ছিটকে পড়ে স্থানীয় বাসিন্দাদের আঙিনায়।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply