সিরাজগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

|

সিরাজগঞ্জের কোনাবাড়িতে বাস-ট্রাকের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১২ জন।

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে বগুড়া থেকে ময়মনসিংহের উদ্দেশে রওনা দিয়েছিল। একটি বাস বঙ্গবন্ধু সেতু সংযোগ সড়কের কোনাবাড়িতে পৌঁছলে অপরদিক থেকে ঢাকা থেকে রাজশাহীগামী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান ৪ যাত্রী। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। গুরুতর অবস্থায় আহতদের হাসপাতালে নেয়ার পথে মারা যান আরও একজন। হতাহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বঙ্গবন্ধু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসাদ্দেক হোসেন জানান, সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের কোনাবাড়িতে বাস-ট্রাকের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১০ জন। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply