ঢাবির হল খুলবে ১৭ মে, দুই সপ্তাহ পর শুরু হবে ক্লাস-পরীক্ষা

|

অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। ফাইল ছবি।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৭ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল খোলা হবে বলে জানিয়েছেন উপাচার্য ড. আখতারুজ্জামান। এছাড়া ১৩ মার্চ হল খোলার সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে বলেও জানান তিনি।

মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি জানান, হল খোলার দুই সপ্তাহ পর থেকে ক্লাস ও পরীক্ষা শুরু হবে। একইসাথে আগামী ১৭ এপ্রিলের মধ্যে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের করোনার ১ম ডোজের টিকা প্রদানের আহ্বান জানান তিনি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply