রাজশাহী ব্যুরো:
রাজশাহী নগরের সিটি বাইপাস সড়কের পাশের ভাগাড়ের বর্জ্য পোড়ানোর প্রকাণ্ড ধোঁয়ার পথ দেখতে না পেয়ে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে ট্রাকচালক জামান রহমাস সবুর মারা গেছেন। গুরুতর আহত অবস্থায় আরও আটজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশের জানায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস খান পরিবহন পাবনা শাহজাদপুরের উদ্দেশ্যে রওনা হয়েছিল। ঘটনাস্থলে পৌঁছালে রাস্তার ধারের বর্জ্যে পোড়ানোর ধোঁয়া এসে রাস্তা ঢেকে নেয়। কোন কিছুই দেখতে না পাওয়ায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৯ জন আহত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে ট্রাক ড্রাইভার জামান এর মৃত্যু হয়। চিকিৎসকরা জানিয়েছে আহতদের চিকিৎসা চলছে। তবে ৪ জনের অবস্থা গুরুতর।
Leave a reply