মাগুরা প্রতিনিধি:
মাগুরায় রাজু হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন সাজা প্রদানের রায় ঘোষণার পর এজলাসেই বাদির উপর হামলার ঘটনা ঘটিয়েছে আসামিপক্ষ।
মামলার এজহারে জানা যায়, মহম্মদপুর উপজেলার খালিয়া গ্রামে অর্থ লেনদেনের জের ধরে ২০০৫ সালে রাজু নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে আলতাফ হোসেন, ইদ্রিস আলী ও কাসেম মিয়াসহ অন্যান্য আসামিরা।
মঙ্গলবার দুপুরে মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফারজানা ইয়াসমিন এ মামলার রায় প্রদান করেন। মামলার রায় ঘোষণার পর বিচারক খাস কামরায় চলে যাবার পর আসামিপক্ষের লোকজন আদালতের ভিতর বাদি মাহবুবুর রহমানের উপর হামলা করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সরকার পক্ষের এপিপি মশিয়ার রহমান জানান, মহম্মদপুর উপজেলার খালিয়া গ্রামের রাজু হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন সাজার রায় ঘোষণা করা হয়েছে। বিচারক এজলাস থেকে নেমে যাবার পরপরই আসামিপক্ষের লোকজন বাদির উপর হামলা করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
Leave a reply