বরিশাল ব্যুরো:
বরিশালের চরমোনাই দরবার শরীফের মাহফিলে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার বেলা ১১টার দিকে বরিশাল কীর্তনখোলা নদীর উপরের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর ঢালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ফরিদপুরের ভাঙা উপজেলার আলগি এলাকার সিরাজ শেখের ছেলে শরীফ শেখ (২০) ও ইউনুস মিয়ার ছেলে মো. আল আমীন (২১)।
বরিশাল মহানগর পুলিশের কোতয়ালী থানা পরিদর্শক মো. আসাদুজ্জামান জানান, চরমোনাই দরবার শরীফে গেলো বুধবার থেকে মাহফিল শুরু হয়েছে। শনিবার সকালে আখেরি মোনাজাত। মাহফিলের মাঠে জুম্মার নামাজ আদায়ের উদ্দেশ্যে ফরিদপুরের ভাঙা থেকে মোটরসাইকেলে করে বরিশালে আসেন শরীফ ও আল আমীন।
এসময় শহীদ আব্দুর রব সেতু হয়ে চরমোনাই যাওয়ার পথে বিপরীতমুখী একটি ট্রাক মোটরসাইকেলটিকে সামনে থেকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই নিহত হন শরীফ। গুরুতর আহত অবস্থায় আল আমীনকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে মারা যায় আল আমীনও।
Leave a reply