মহাকাশে মানুষের ফেলে আসা আবর্জনা আছড়ে পড়লো পৃথিবীর বায়ুমণ্ডলে। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের আকাশে দেখা মেলে এই আবর্জনার।
এদিন প্রচণ্ড গতিতে পড়তে থাকে ময়লার স্তূপ। বায়ুমণ্ডলের সাথে ঘর্ষণে তাতে আগুন ধরে যাওয়ায় অনেকটা ধূমকেতুর রূপ নেয় সেটি। শুরুতে উল্কা বলে মনে হলেও, পরে তা মহাকাশযানের পরিত্যক্ত খণ্ডাংশ বলে ধারণার কথা জানায় বিভিন্ন গণমাধ্যম। বলা হচ্ছে, চীনের লং মার্চ রকেটের যন্ত্রাংশ হতে পারে এটি।
স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ এবং রকেটের ভাঙা ও পরিত্যক্ত টুকরো মহাকাশে বাড়তে থাকায় ক্রমেই উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। নভোচারীদের জন্যই নিরাপত্তায় ঝুঁকি হয়ে দাঁড়াচ্ছে এগুলো।
Leave a reply