ভারতে ফেসবুক-হোয়াটসঅ্যাপ-টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণে নতুন বিধিনিষেধ আরোপ করলো নরেন্দ্র মোদির সরকার।
বৃহস্পতিবার নতুন এসব নিয়ম প্রকাশ করে নয়া দিল্লি। জানায়, অনলাইনে ভুয়া খবর প্রচার, সহিংসতার উস্কানি প্রদান ইত্যাদি বন্ধের লক্ষ্যে নয়া হয়েছে এ পদক্ষেপ। চলমান কৃষক আন্দোলন নিয়ে তথ্য প্রচার বন্ধে ভারত সরকারের নির্দেশ টুইটার কর্তৃপক্ষ উপেক্ষা করার পরই এলো এ পদক্ষেপ।
নতুন নিয়ম অনুযায়ী, ভারত সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় রক্ষায় কর্মকর্তা নিয়োগ দিতে হবে সংশ্লিষ্ট প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে। অভিযোগ পাওয়ার ১৫ দিনের মধ্যে করতে হবে নিষ্পত্তি। তবে যৌন সহিংসতামূলক অভিযোগের ক্ষেত্রে এ সময় হবে ২৪ ঘণ্টা। নতুন নিয়ম-কানুনের আরও বিস্তারিত প্রকাশ হবে কিছুদিনের মধ্যেই। কার্যকর হবে পরের তিন মাসের মধ্যে।
তবে এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানায়নি ফেসবুক-টুইটার কর্তৃপক্ষ।
ভারতের আইনমন্ত্রী রবি শঙ্কর প্রসাদ বলেন, “ভারতে যেকোনো সামাজিক যোগাযোগ মাধ্যমকে স্বাগত জানাই আমরা। কিন্তু প্রতিষ্ঠানগুলোকে ভারতের মূল্যবোধের প্রতিও শ্রদ্ধাশীল হতে হবে। ক্যাপিটল হিলে সহিংসতার ঘটনায় যুক্তরাষ্ট্রের পুলিশি পদক্ষেপকে তারা স্বাগত জানাবে, অন্যদিকে আমাদের স্বাধীনতার প্রতীক লাল কেল্লায় হামলার ঘটনায় দ্বিমুখী আচরণ করবে- এমনটা গ্রহণযোগ্য নয়। এ লক্ষ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে দিল্লি।”
Leave a reply