নাইজেরিয়ায় দু’সপ্তাহ আগে একটি স্কুল থেকে অপহৃত ৩৮ জনকে উদ্ধার করেছে প্রশাসন। এদের মধ্যে এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে রয়েছে স্কুলটির শিক্ষক-কর্মকর্তা আর শিক্ষার্থী ও তাদের অভিভাবকরাও।
শনিবার নাইজার প্রদেশের রাজধানী মিন্নায় তাদের স্বাগত জানান গভর্নর এবং অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা। উত্তরাঞ্চলীয় জামফারা প্রদেশের একটি বোর্ডিং স্কুল থেকে ৩১৭ জন ছাত্রী অপহৃত হওয়ার পরদিন, আগের সপ্তাহে অপহৃতদের উদ্ধারের ঘোষণা আসে।
ধারণা করা হচ্ছে, মুক্তিপণ অথবা জেলে থাকা বন্দিদের মুক্তির দাবিতে তাদের অপহরণ করা হয়েছে। গেলো ডিসেম্বরেও কাতসিনা রাজ্যে একটি স্কুল থেকে সাড়ে ৩শ ছাত্রীকে অপহরণ করে দুর্বৃত্তরা। পরে তাদের ছেড়েও দেয়।
নাইজার প্রদেশের গভর্নর আবুবকর সানি বেল্লো বলেন, অপহৃত ৩৮ স্কুলছাত্রকে উদ্ধার করতে পেরেছি আমরা। বিভিন্ন নিরাপত্তা সংস্থা ও স্থানীয় প্রশাসনের সমন্বিত উদ্যোগের ফলে আজ ভোররাতে তাদের উদ্ধার করা সম্ভব হয়।
ইউএইচ/
Leave a reply