স্পেনে রাজতন্ত্রের বিরোধিতাকারী এক র্যাপারকে আটকের প্রতিবাদে আবারও ব্যাপক বিক্ষোভ ও সংঘাত হয়েছে বার্সেলোনায়।
শনিবার শান্তিপূর্ণভাবে আন্দোলন শুরু করেন র্যাপার পাবলো হ্যাসেলের কয়েক হাজার সমর্থক। এক পর্যায়ে হঠাৎই শুরু হয় ভাঙচুর। ভেঙে দেয়া হয় বেশ কয়েকটি ব্যাংকের জানালা ও এটিএম বুথ। একটি পুলিশ ভ্যানে আগুনও দেয় তারা। এ ঘটনায় ১৩ জনকে আটক করেছে পুলিশ।
নয় মাসের কারাদণ্ডে দণ্ডিত পাবলো হ্যাসেলের বিরুদ্ধে অভিযোগ, স্পেনের সাবেক রাজার অবমাননা করেছেন তিনি। প্রশংসা করেছেন এক হাজারের বেশি মানুষের মৃত্যুর জন্য দায়ী সশস্ত্র একটি গোষ্ঠীর।
Leave a reply