পম্পেই নগরীর ধ্বংসাবশেষের নিচ থেকে এবার বেরিয়ে এলো রথ

|

পম্পেই নগরীর ধ্বংসাবশেষের নিচ থেকে এবার বেরিয়ে এলো রথ

ইতালির প্রাচীন পম্পেই নগরীর ধ্বংসাবশেষের নিচ থেকে এবার বেরিয়ে এলো রথ। চার চাকার রথটি যেখানে পাওয়া গেছে, তার কাছেই ২০১৮ সালে একটি আস্তাবলের ধ্বংসাবশেষে পাওয়া গেছিল তিনটি ঘোড়ার কঙ্কাল।

প্রাচীন শহরটির উত্তর সীমানায় ‘সিভিটা জুলিয়ানা’ নামের আদিকালের একটি ভিলায় মেলে রথটি। আস্তাবলের সাথে লাগোয়া দু’তলা বারান্দায় যা সযত্নে সংরক্ষিত ছিল।

প্রত্নতাত্ত্বিকদের ধারণা, উৎসব আর কুচকাওয়াজে ব্যবহার করা হতো রথটি। এযাবৎকালে পম্পেই থেকে যতো প্রত্নতাত্ত্বিক নির্দশন পাওয়া গেছে, সেসবের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য এই রথটি।

৭৯ খ্রিস্টাব্দে ভিসুভিয়াস আগ্নেয়গিরি থেকে হঠাৎ ভয়াবহ উদগীরণে ধ্বংস হয় পম্পেই নগরী। নেপলস থেকে ২৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত প্রাচীন শহরটি পুরাতত্ত্বের জন্য বিখ্যাত এবং ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের তালিকার অন্যতম সংযোজন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply