চট্টগ্রাম কারাগারে বন্দি এক ব্যক্তিকে বৈদ্যুতিক শক ও বিষাক্ত ইনজেকশন দিয়ে হত্যা চেষ্টার অভিযোগে জেল সুপার, জেলার ও কারা হাসপাতালের সার্জনসহ ৪ জনের বিরুদ্ধে মামলা করেছে ভুক্তভোগীর স্ত্রী ঝর্ণা রাণী দেবনাথ।
সোমবার বিকেলে মহানগর হাকিম ২ এর বিচারক হোসাইন মো. রেজার আদালতে তিনি মামলাটি দায়ের করেন। আদালত মামলা আমলে নিয়ে পরবর্তী আদেশের জন্য রেখেছেন।
মামলার বাদীর কৌশলী অ্যাডভোকেট ভুলন লাল ভৌমিক জানান, ২০২০ সালের ১৫ই ডিসেম্বর জনৈক রতন ভট্টচার্য্যের করা প্রতারণা মামলায় গ্রেফতার হন রুপম কান্তি নাথ। এরপরে থেকে কারাগারেই ছিলেন তিনি।
গত ২৫ ফেব্রুয়ারি তাকে গুরুতর অসুস্থ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে নির্যাতনের বিষয়টি জানতে পারেন তার স্বজনরা। হাসপাতালে তার পরিবারের সদস্যরা তার সাথে দেখা করতে গেলে নির্যাতনের বর্ণনা দেন রুপম। তাকে বৈদ্যুতিক শক ও বিষাক্ত ইনজেকশন দিয়ে হত্যা চেষ্টা চালানো হয় বলে অভিযোগ করেন পরিবারের কাছে।
Leave a reply