খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির মহালছড়িতে পাহাড় কাটার দায়ে ছয় জনকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিকেলে উপজেলার চৌংড়াছড়ির গুচ্ছগ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াঙ্কা দত্ত। এসময় সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আফরোজা ভূঁইয়া উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াঙ্কা দত্ত জানান, অনুমতি ছাড়া পাহাড় কাটার দায়ে ৬ ব্যক্তিকে পরিবেশ সংরক্ষণ আইনের ১৯৯৫ এর ৬ এর খ ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। দেশীয় সরঞ্জাম ব্যবহার করে দোষী ব্যক্তিরা দীর্ঘদিন যাবত পাহাড়ের মাটি কেটে বিক্রি করে আসছিল বলে অভিযোগ পেয়ে এ অভিযান চালানো হয়।
এসব পাহাড় কাটার সাথে এলাকার প্রভাবশালীরা জড়িত বলে জানায় স্থানীয়রা।
Leave a reply