দু’মাস জাহাজে ভূমধ্যসাগরে ভেসে থাকার পর স্পেন বন্দরে নামার সুযোগ পেলো ৯শ’ ভেড়া। রফতানির উদ্দেশ্যে জাহাজে তোলা হলেও স্বাস্থ্যঝুঁকির আশঙ্কায় অনেক দেশ নামায়নি ভূখণ্ডে।
গত ১৮ ডিসেম্বর স্পেনের কার্টাগেনা বন্দর থেকে জাহাজে তোলা হয় ভেড়াগুলো। উদ্দেশ্য ছিলো তুরস্কে রফতানির। তবে পথে কয়েকটি ভেড়ার শারীরিক জটিলতা দেখা দেয়ায় রফতানির অনুপযোগী মত দেন চিকিৎসকরা।
স্বাস্থ্যঝুঁকির আশঙ্কায় প্রাণীগুলোকে বন্দরে নামতে দেয়নি তুর্কি প্রশাসন।
পরবর্তীতে জাহাজ নোঙ্গর করা হয় লিবিয়ায়। সেখানেও এতগুলো ভেড়া নামাতে অস্বীকৃতি জানায় কর্তৃপক্ষ।
পরে সেগুলো দেশে ফিরিয়ে নেয়ার নির্দেশ দেয় স্পেন কর্তৃপক্ষ।
Leave a reply