রাজধানীর খালগুলোর প্রবাহ ধরে রাখতে দায়িত্বশীলদের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।
বুধবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন খাল পরিদর্শন করেছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।
জলাবদ্ধতা নিরসনে দখল হওয়া খাল পুনরুদ্ধার ও পানি প্রবাহ সচল রাখাতে ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসাবে খাল পরিদর্শন করছেন তারা। নন্দি পাড়া খাল, কমলাপুরের টিটি পাড়া পানির পাম্পসহ দক্ষিণের বেশ কয়েকটি খালের অবস্থা ঘুরে দেখেন তারা। এ সময় সিটি করপোরেশনে থাকা নকশা অনুযায়ী খাল ও পাম্প ঠিক করার তাগিদ দেন তারা।
ইউএইচ/
Leave a reply