ভারতের কলকাতার স্ট্যান্ড রোডে রেলের বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৭ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সোমবার সন্ধ্যার এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে দুইজন।
প্রশাসন জানিয়েছে, নিউ কয়লাঘাট ভবনের ১২ তলায় আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।
স্থানীয় বিভিন্ন গণমাধ্যম বলছে, নিহত ৭ জনের মধ্যে চার জনই ফায়ারসার্ভিসকর্মী, একজন পুলিশ কর্মকর্তা এবং বাকি দুইজন রেলওয়ে অফিসার ও নিরাপত্তাকর্মী। এর মধ্যে ৫ জনের মরদেহ উদ্ধার করা হয় একটি লিফটের ভেতর থেকে।
এদিকে, রাতেই দুর্ঘটনাস্থলে পৌঁছান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অগ্নিকাণ্ডে নিহতের প্রত্যেক পরিবারকে ১০ লাখ রুপি করে সহায়তার ঘোষণা দিয়েছেন মমতা। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।
ইউএইচ/
Leave a reply