এমপিরা অযোগ্য হলে প্রধান বিচারপতিও অযোগ্য: হানিফ

|

ষোড়শ সংশোধনীর রায় বাতিলের পর্যবেক্ষণে প্রধান বিচারপতি সংসদ সদস্যদের ‘অযোগ্য’ বলেছেন, সংসদ সদস্যরা অযোগ্য হলে প্রধান বিচারপতিও অযোগ্য- এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

আজ সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে শোক দিবসের আলোচনায় এই মন্তব্য করেন তিনি। তিনি বলেন, সংসদ সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচিত করেছেন, রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দিয়েছেন। তাই সংসদ সদস্যরা অযোগ্য হলে প্রধান বিচারপতিও অযোগ্য বলে বিবেচিত হওয়া উচিত।

প্রধান বিচারপতিকে উদ্দেশ্য করে হানিফ  বলেন, সংসদ সদস্যরা অযোগ্য হলে দেশ উন্নয়নের মহাসড়কে যোগ দিতে পারতো না। কোর্টের রায় দিয়ে দেশের উন্নয়ন করা যায় না বলেও জানান তিনি।

তিনি বলেন, বিএনপি নেতারা বলছেন ষোড়শ সংশোধনী বাতিলের পর্যবেক্ষণের মধ্যদিয়ে জনগনের ইচ্ছার প্রতিফলন হয়েছে। পর্যবেক্ষণে আছে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ৭৫ এর পর অবৈধ্যভাবে ক্ষমতা দখল করেছে। তাহলে বিএনপিও ‘অবৈধ্য দল’ উল্লেখ করে মাহবুবুল আলম হানিফ বলেন অবৈধ দলের নেতারাও ‘অবৈধ’, তাদেরও সরে দাঁড়ানো উচিৎ।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply