করোনা সংক্রমণ বৃদ্ধিতে আবারও পূর্ণ লকডাউন জারি হচ্ছে ভারতের শহর নাগপুরে। ১৫ মার্চ থেকে কার্যকর হবে তিন সপ্তাহের কড়াকড়ি। পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী বাড়তে পারে মেয়াদ।
গত দু’সপ্তাহ ধরেই শহরটিতে করোনা শনাক্তের হার হাজারের ওপর। গত ২৪ ঘণ্টায় ১ হাজারের বেশি মানুষের শরীরে মেলে ভাইরাস। এরপরই কঠোর অবস্থানে যাওয়ার সিদ্ধান্ত নেয় প্রশাসন। মহারাষ্ট্রের আরও চারটি জেলাকে রাখা হয়েছে পর্যবেক্ষণে। পরিস্থিতি অনুযায়ী সেগুলোও আনা হতে পারে লকডাউনের আওতায়।
গত কয়েকদিন ধরে ভারতে ক্রমবর্ধমান করোনা সংক্রমণের হার। সবচেয়ে খারাপ পরিস্থিতি মহারাষ্ট্রে। মহামারির শুরুর থেকেই কোভিডের অন্যতম হটস্পট রাজ্যটি। গত ফেব্রুয়ারিতে এক সপ্তাহের জন্য লকডাউন জারি হয় মহারাষ্ট্রের অমরাবতী জেলায়।
ইউএইচ/
Leave a reply