জয়ের ধারায় ফিরলো লিভারপুল

|

উলভারহ্যাম্পটনকে ১-০ গোলে হারিয়ে দুই ম্যাচ পর আবারও জয়ের ধারায় ফিরলো লিভারপুল। এ জয়ে টেবিলের ৬ষ্ঠ স্থানে উঠে আসলো ইয়্যুর্গেন ক্লপ শিষ্যরা।

লিগে সবশেষ আট ম্যাচে এটি দ্বিতীয় জয়। বাকি ছয় ম্যাচেই হার লিভারপুলের। উলভসের মাঠে শুরুতেই গোল মিসের মহড়া সাদিও মানের। তবে প্রথমার্ধের শেষ দিকে পর্তুগীজ ফরোয়ার্ড দিয়াগো জোতার গোলে ডেডলক ভাঙ্গে অলরেডস। ৮০ মিনিটে মোহাম্মদ সালাহ’র শট ফিরিয়ে দেন উলভস গোলরক্ষক।

শেষ দিকে মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়েন উলভস গোলরক্ষক রুই প্যাট্রিসিও। এই জয়ে ৪৬ পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নম্বরে এখন লিভারপুল।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply