বুলগেরিয়ায় পুলিশের অভিযানে উদ্ধার হলো বিপুল অঙ্কের জাল ব্যাংক নোট। রাজধানীর একটি বিশ্ববিদ্যালয়ের প্রিন্টিং প্রেসে ছাপা হয় নোটগুলো।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস ও বুলগেরিয়ান পুলিশ যৌথ অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করে।
কর্তৃপক্ষ জানায়, ৩৬ লাখ ইউরো ও ৪০ লাখ মার্কিন ডলারের নকল নোট পাওয়া যায় অভিযানে। নোটগুলো বেশ উচ্চমান সম্পন্ন বলে জানায় পুলিশ। এ ঘটনায় আটক করা হয় দু’জনকে। জব্দ করা হয় প্রিন্টিং মেশিনসহ অন্যান্য যন্ত্রপাতি।
চলতি বছর এই নিয়ে ২য় বারের মতো জালনোট উদ্ধারে মার্কিন গোয়েন্দাদের সহায়তা নিলো বুলগেরিয়া। দেশটির ইতিহাসে এবারই সবচেয়ে বড় অঙ্কের জাল নোট উদ্ধার হলো।
পুলিশ জানায়, ইউক্রেনে ডলার ও পশ্চিম ইউরোপে ইউরো পাচার করে চোরাকারবারিরা। ধারণা করা হচ্ছে, বড় একটি আন্তর্জাতিক চক্র জড়িত জাল নোট ছাপা ও পাচারের সাথে।
ইউএইচ/
Leave a reply