৫ হাজার ৭০০ ডোজ নকল ভ্যাকসিন উদ্ধার করলো মেক্সিকো

|

হন্ডুরাসে পাঠানোর সময় ৫ হাজার ৭০০ নকল ভ্যাকসিন ডোজ উদ্ধার করলো মেক্সিকোর শুল্ক বিভাগ। বৃহস্পতিবার এ তথ্য জানায় দেশটি।

বিবৃতিতে বলা হয়, টিকাগুলো রাশিয়ার তৈরি স্পুটনিক-ফাইভ করোনা ভ্যাকসিনের নকল। এক হাজার ১৫৫টি বোতলের মাধ্যমে টিকাগুলো ব্যক্তিগত বিমানে বহন করা হচ্ছিলো। সফট ড্রিংকসের বক্স আর বরফের মাঝে লুকানো ছিলো সেসব। বর্তমানে বিমানের ক্রু এবং আরোহীরা মেক্সিকান অ্যাটর্নি জেনারেলের দফতরের হেফাজতে রয়েছে।

এরই মধ্যে ভ্যাকসিনগুলো যে আসল নয়- সেটি নিশ্চিত করেছে রাশিয়া। গেলো মাস থেকেই স্পুটনিক-ফাইভের ৪ লাখ ডোজ টিকা প্রয়োগ শুরু করেছে মেক্সিকো।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply