কয়েক দশকের মধ্যে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ দেখছে অস্ট্রেলিয়া। বন্যার ঝুঁকিতে দেশটির ১ কোটির ওপর বাসিন্দা।
মঙ্গলবারও অব্যাহত রয়েছে ভারি বৃষ্টিপাত। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস, আগামী ৭২ ঘণ্টা আরও ৩০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত দেখবে নিউ সাউথ ওয়েলস।
এরই মধ্যে, সিডনি-কুইন্সল্যান্ড’সহ রাজ্যটির ৩৮টি শহরে প্রাকৃতিক বিপর্যয় ঘোষণা করা হয়েছে। যার মাঝে ১৯টি দুর্যোগপূর্ণ এলাকায় চলছে উদ্ধার তৎপরতা। কমপক্ষে ২০ হাজার মানুষকে সরানো হয়েছে নিরাপদ আশ্রয়ে।
এদিকে, স্থানীয় নদীগুলোর পানিতে জলাবদ্ধ হাজারো ঘরবাড়ি-রাস্তাঘাট। সাপ-মাকড়সা’সহ বিরল প্রজাতির অনেক প্রাণীই আশ্রয় নিয়েছে লোকালয়ে। ১৯৬১ সালের পর সবচেয়ে ভয়াবহ বন্যা দেখছে অস্ট্রেলিয়ার এ অঞ্চল।
ইউএইচ/
Leave a reply